মেট্রো নিউজ : দুই শতাধিক যাত্রী নিয়ে শনিবার রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার যাত্রীবাহী বিমানটি সিনাইয়ে মধ্য অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শরিফ ইসমাইল নামে এক কর্মকর্তা।
শরিফ ইসমাইল জানান, যাত্রীবাহী এ-৩২১ বিমানটি মিশর থেকে রাশিয়ার উদ্দেশে উড্ডয়ন করেছিল। কোলাভিয়া এয়ারলাইন্সের বিমানটিতে ২১৭ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সিনাইয়ে মধ্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানে কোনো যাত্রী আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের অধিকাংশ রাশিয়ার পর্যটক।