প্রথমিতা
তুমিও ছিলে জলতীর্থের সাথী। পাতি হাত তোমার কাছে আবার।
অসার এই ভুবনদিন মুছে দাও কাছে এসে। পাশে, রেখে ঝড়ের
প্রকার। আর যারা দেখে’নি তাণ্ডব, তাদের হাতে দাও গোঁজে ফুল।
ভুল আর ভ্রান্তির সড়ক হারিয়ে যাক অন্য কোনোও আকাশে।দেশে,
বিদেশে, অপ্রবাসে- স্মৃতি খুঁড়ে যারা।পাহারা দেয় এই ঐতিহ্যের ঘর।
এসো বৈশাখ- প্রথমিতা আমার,তুমিই জাগিয়ে দাও চির-নতুনের স্বর।
অসার এই ভুবনদিন মুছে দাও কাছে এসে। পাশে, রেখে ঝড়ের
প্রকার। আর যারা দেখে’নি তাণ্ডব, তাদের হাতে দাও গোঁজে ফুল।
ভুল আর ভ্রান্তির সড়ক হারিয়ে যাক অন্য কোনোও আকাশে।দেশে,
বিদেশে, অপ্রবাসে- স্মৃতি খুঁড়ে যারা।পাহারা দেয় এই ঐতিহ্যের ঘর।
এসো বৈশাখ- প্রথমিতা আমার,তুমিই জাগিয়ে দাও চির-নতুনের স্বর।
সমুদ্র ছেড়ে ভোরের কাছে যাই
যেতে চাই বহুদূর।অন্তমিল পাহাড়ের কাছে।অনাগত রমণীর কাছে।আকাশের বাহুর
কাছে। যে নীল আমাকে জড়িয়ে ধরে বলবে, খুব পরিচিত তুমি— ঠিক তার সামনে
গিয়ে দাঁড়াতে চাই। চাই, গল্প করতে একটি ভোরের সাথে।যার বুকে নুয়ে পড়া জবা
আমাকে বলেছিল, তোমার রক্তের সাথে আমার রঙের মিল আছে কবি! অথবা যে
শাদা হরিণ,খুব দৌড়ুতে দৌড়ুতে আমার সাথে অতিক্রম করেছিল নিউজার্সি টার্ণপাইক-
আবার পাড়ি দিতে চাই, কবিতার কয়েকটি আকাশ। কয়েকটি প্রেমের সবুজ প্রান্তর।
বহুকাল বন্দী থাকার পর সমুদ্র-পাথরও সরে যাবার জন্য নড়েচড়ে বসে।গৃহত্যাগী
হবে বলে পাখিরাও ঝাড়ে পালক। আমিও ঝেড়ে ফেলতে চাই পৃথিবীর সকল পাপ।
যেতে চাই নতুন ভোরের কাছে— অপলক দৃষ্টি ফেলে ফেলে গাইতে চাই চন্দ্রবন্দনা।
কাছে। যে নীল আমাকে জড়িয়ে ধরে বলবে, খুব পরিচিত তুমি— ঠিক তার সামনে
গিয়ে দাঁড়াতে চাই। চাই, গল্প করতে একটি ভোরের সাথে।যার বুকে নুয়ে পড়া জবা
আমাকে বলেছিল, তোমার রক্তের সাথে আমার রঙের মিল আছে কবি! অথবা যে
শাদা হরিণ,খুব দৌড়ুতে দৌড়ুতে আমার সাথে অতিক্রম করেছিল নিউজার্সি টার্ণপাইক-
আবার পাড়ি দিতে চাই, কবিতার কয়েকটি আকাশ। কয়েকটি প্রেমের সবুজ প্রান্তর।
বহুকাল বন্দী থাকার পর সমুদ্র-পাথরও সরে যাবার জন্য নড়েচড়ে বসে।গৃহত্যাগী
হবে বলে পাখিরাও ঝাড়ে পালক। আমিও ঝেড়ে ফেলতে চাই পৃথিবীর সকল পাপ।
যেতে চাই নতুন ভোরের কাছে— অপলক দৃষ্টি ফেলে ফেলে গাইতে চাই চন্দ্রবন্দনা।
বিবিধ বৈধব্য
সুতো কেটে কেটে সাজাই বিবিধ বৈধব্য
রক্তজবার রক্তের দিকে তাকিয়ে
দেখি ক্রমশঃই কমে যাচ্ছে সবুজের হিমোগ্লোবিন ……..
রক্তজবার রক্তের দিকে তাকিয়ে
দেখি ক্রমশঃই কমে যাচ্ছে সবুজের হিমোগ্লোবিন ……..
দেখি, আগুনচূর্ণ হাতে নিতে ভয় পাচ্ছে অনেকেই-
ভয় পাচ্ছে ভালোবাসতে শাদা রঙ, হলুদ বেদনা
এমন কি, ঢেউগুলোকেও,হাড় জাগানিয়া সুর
ভয় পাচ্ছে ভালোবাসতে শাদা রঙ, হলুদ বেদনা
এমন কি, ঢেউগুলোকেও,হাড় জাগানিয়া সুর
যে নারী নিজেকে সাজায় বৈধব্যের প্রকরণে,
যে পুরুষ একটি পাতাসুন্দর রূপণ করে দেয় প্রিয়তমার
সমাধির পাশে, আমি তাদেরও নাম লিখি মাটির শ্লেটে
কাটি সুতো, উড়াবো বলে-
বিরহের সংবিধান সম্বলিত নতুন ঘুড়ি।
যে পুরুষ একটি পাতাসুন্দর রূপণ করে দেয় প্রিয়তমার
সমাধির পাশে, আমি তাদেরও নাম লিখি মাটির শ্লেটে
কাটি সুতো, উড়াবো বলে-
বিরহের সংবিধান সম্বলিত নতুন ঘুড়ি।
@