ওই নথিতে জয়ের বাসা, গাড়ির নম্বর কখন কোথায় থাকেন, কোথায় যান-এসব তথ্য রয়েছে বলেও দাবি ডিবি পুলিশের । জয়কে অপহরণের জন্যই এ তথ্যগুলো সংগ্রহ করা হয় বলে দাবি গোয়েন্দাদের।
শফিক রেহমানকে নিয়ে তল্লাশির সময় বাসায় উপস্থিত ছিলেন তার স্ত্রী তালেয়া রেহমান। এসময় স্বামীর সঙ্গে কথোপকথন হয় তালেহা রেহমানের।
তালেয়া রেহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে শফিক রেহমানকে ইস্কাটনের বাসায় নিয়ে এসেছিল ডিবি। এ সময় বেশ কিছু কাগজপত্র ও তার ব্রিটিশ পাসপোর্ট ডিবি নিয়ে গেছে।
ডিবির লোকজন শফিক রেহমানের বাসার শয়নকক্ষসহ বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। এসময় শফিক রেহমান তার স্ত্রীকে বলেন, ‘হয়তো অনেক দিন জামিন পাব না। সাবধানে থাকবে।’
মামলার তদন্ত তদারকী কর্মকর্তা মাশরুকুর রহমান খালেদ জানান, শফিক রেহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন এফবিআই এজেন্ট রবার্ট লাস্কির কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে বেশকিছু তথ্য ও নথিপত্র পান তিনি। এগুলো বাসায় নিজের সংরক্ষণে রয়েছে।
মাশরুকুর রহমান বলেন, শফিক রেহমান জানিয়েছিলেন-তিনি বাসায় যেতে না পারলে কারো পক্ষে তা বের করা সম্ভব নয়। এজন্য তাকে নিয়ে বাসায় তল্লাশি চালিয়ে নথিগুলো জব্দ করা হয়।