বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ সানি লিওন বলছেন, তাঁর জীবনে তিনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটা ছিল চার-পাঁচ বছর আগে।
‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার প্রচারের পাশাপাশি সানি এখন ব্যস্ত তাঁর লেখা গল্পের কাজে। সিনেমার প্রচারের মাঝে সানি নিজের জীবনের নানা জিনিস নিয়ে কথা বলছেন। এই যেমন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার থেকে বলিস্টার বনে যাওয়া এই অভিনেত্রী বলছেন, ভারত আসার সিদ্ধান্তটাই তার কাছে সবচেয়ে বড় ঝুঁকির ছিল। কারণ সেই সময় তিনি পর্ন ইন্ড্রাস্ট্রিতে বেশ বড় নাম-খ্যাতি- ও অর্থের অধিকারী হচ্ছিলেন। সেই সময় বলিউডে এসে জায়গা পাকা করতে না পারলে তার কেরিয়ার শেষ হয়ে যেত বললেন সানি লিওন।
ভারতে এসে প্রথম ক’টা মাস কেরিয়ার নিয়ে আশঙ্কায় ছিলেন সানি। কিন্তু যেভাবে ভারতীয় দর্শক গ্রহণ করে নিয়েছে তাতে আপ্লুত সানি। এখন তিনি বলিউডে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চান বলে জানিয়েছেন।
এদিকে, কোনো ছবির চরিত্রে নয়, বাস্তবে কলম ধরতে চলেছেন সানি। অন্তত ১২ থেকে ১৫টি ছোট গল্প লিখবেন নায়িকা। প্রত্যেকটি গল্প প্রায় ২০০০ শব্দের মধ্যে হবে। বইটি লেখা শেষ হয়ে গেলে অনলাইনে পাওয়া যাবে।