বিডি মেট্রোনিউজ॥ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী দুজন একান্তে আলাপ করেন।
বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।
এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
এদিকে প্রধানমন্ত্রী ও রওশন এরশাদের আকস্মিক বৈঠক নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।