বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ জরুরি নিরাপত্তা প্রয়োজনে দ্রুত কল করার জন্য ২০১৭ সালের প্রথম দিন থেকে ভারতের বাজারে সব ধরনের মোবাইল ফোনে ‘পেনিক বাটন’ বাধ্যতামূলক করা হচ্ছে। ওইদিন থেকে ‘বিশেষ’ এ বাটন ছাড়া একটি ফোনও বিক্রি করা যাবে না।
শুধু তাই নয়, পরবর্তী বছর অর্থাৎ ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সব ফোনে ইন-বিল্ট জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) নেভিগেশন সিস্টেমও বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন দেশটির টেলিকমিউনিকেশন বিষয়ক মন্ত্রী রাভি শঙ্কর প্রসাদ।
এ বিষয়ে এক বিবৃতিতে তিনি জানান, মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্যই প্রযুক্তি। বিশেষত নারীদের নিরাপত্তার জন্যই ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতের বাজারে ‘প্যানিক বাটন’ ছাড়া কোনো মোবাইল ফোন বিক্রি হবে না। আর ২০১৮ সালের শুরু থেকে সব মোবাইলে ইন-বিল্ট জিপিএস সিস্টেম থাকতে হবে।
তবে ফিচার ফোনে ৫ বা ৯ নম্বর বাটন চেপে জরুরি নম্বরে ফোন করা যাবে বলে সম্প্রতি কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়।