বিডি মেট্রোনিউজ ॥ সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় দুই দফায় ১০ দিন পুলিশ রিমান্ডের পর শফিক রেহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার শফিক রেহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আর রিমান্ডের আবেদন না জানানোয় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান।
রিমান্ড ফেরতের প্রতিবেদনে বলা হয়, “তিনি (শফিক রেহমান) যে ঘটনার সঙ্গে জড়িত, সে সম্পর্কিত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।
“তিনি তো খুব প্রভাবশালী ব্যক্তি, যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক। ইনি জামিন পেলে এই মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। যদি তার বিরুদ্ধে আরও কিছু তথ্য পাওয়া যায় তাহলে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। আপাতত তাকে কারাগারে পাঠানো হোক।”
৮২ বছর বয়সী শফিক রেহমানের আইনজীবীরা নতুন করে জামিনের আবেদন না করলেও কারাগারে তাকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। বিচারক কারাবিধি অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
শুনানির সময় শফিক রেহমানকে এজলাসে তোলা হয়নি, তাকে কোর্ট হাজতে রাখা হয়েছিল।
প্রধানমন্ত্রীপুত্র জয়কে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্রের আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে ঢাকায় করা মামলায় গত ১৬ এপ্রিল বিএনপিঘনিষ্ঠ সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।