বিডি মেট্রোনিউজ, সিলেট ॥ সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নৃত্যশিল্পী সুবর্ণা সাহা (৩০)। বুধবার রাত ৮টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুঁলে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, নগরীর কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসায় মায়ের সঙ্গে থাকতেন সুবর্ণা। সুবর্ণা সাহা নৃত্যশিল্পীদের সংগঠন ‘নৃত্যশৈলী’র সদস্য ছিলেন। তিনি নগরীর খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতাও করতেন।
বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে মর্গে পাঠায়।
সুবর্ণার পরিবারের দাবি, তারা জানা না কী কারণে সে আত্মহত্যা করেছে। তবে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, কী কারণে সুবর্ণা সাহা আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হবে।