বিডি মেট্রোনিউজ॥ মে দিবসে ২৪টি শর্তে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। রোববার বেলা ২টা থেকে এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের অনুমতি পাওয়ার কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘পহেলা মে মহান শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলকে পুলিশের অনুমতি দিয়েছে গতকাল। এই সমাবেশ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, “শর্তসাপেক্ষ শ্রমিক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যার আগেই তাদের সমাবেশ শেষ করতে হবে।”
সমাবেশের শর্তে যা যা আছে
# দুপুর ২টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।
# ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো বক্তব্য দেওয়া বা ব্যঙ্গচিত্র প্রর্দশন করা যাবে না।
# মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।
# উস্কানিমূলক কোনো প্রচারপত্র বিলি করা যাবে না।
# ‘রাষ্ট্রবিরোধী’ কোনো বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চলবে না।
# সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তায় সমবেত হওয়া যাবে না
# যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।
নেতাকর্মীদের চাঙ্গা করতে এই শ্রমিক সমাবেশে ‘স্মরণকালের সবচেয়ে বড়’ জনসমাগম ঘটানোর আশা করছে বিএনপি। দলের মহানগর আহবায়ক মির্জা আব্বাস সকল থানা-ওয়ার্ড থেকে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঢাকায় খালেদার সর্বশেষ জনসভা হয়েছিল গত ৫ জানুয়ারি, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবির পর বিএনপি চেয়ারপারসন ওই জনসভায় আসেন।
আর সোহরাওয়ার্দীতে খালেদার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি। তার মাত্র ১৫ দিন আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।