বিপাশার বিয়েতে বসেছিল চাঁদের হাট

বিডি মেট্রোনিউজ ডেস্ক শুভ পরিণয় সম্পন্ন। প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘জিসম’ কন্যা বিপাশা। এর আগে দীর্ঘ ১০ বছর জন আব্রাহামের সঙ্গে লিভ-ইন করলেও সেই সম্পর্ক ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি। ৩৭ বছরের অভিনেত্রীর এটাই প্রথম বিয়ে। তবে, ৩৪ বছর বয়সী করণ এর আগেও দু’বার ‘দিল্লি কা লাড্ডু’ খেয়েছিলেন।

গতকাল সনাতন বাঙালি ঐতিহ্য ও রীতি মেনে বিয়ে হয় বিপাশা-করণের। একান্ত পারিবারিক সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। তবে, দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত বউভাতে দেখা গেল চাঁদের হাট। কে নেই সেখানে?

ছেলে অভিষেক ও বউমা ঐশ্বর্যাকে নিয়ে এসেছিলেন অমিতাভ বচ্চন। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন শাহরুখ খান ও সলমন খান। এসেছিলেন রণবীর কাপুর, সস্ত্রীক সঞ্জয় দত্ত, সোনাম কাপুর, সুস্মিতা সেন, টাবু, দিয়া মির্জা, জেনেলিয়া-রীতেশ, সস্ত্রীক মাধবন, মধুর ভান্ডারকার, নেহা ধুপিয়া, নীল নীতিন মুকেশ, কুণাল রায় কাপুর, সমিতা শেঠির সঙ্গে রাজ কুন্দ্রা। এমনকী, এসেছিলেন বিপসের এক্স-বয়ফ্রেন্ড, বর্তমানে খুব ভাল বন্ধু ডিনো মোরিয়াও।

 

Print Friendly, PDF & Email

Related Posts