বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ শুভ পরিণয় সম্পন্ন। প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ‘জিসম’ কন্যা বিপাশা। এর আগে দীর্ঘ ১০ বছর জন আব্রাহামের সঙ্গে লিভ-ইন করলেও সেই সম্পর্ক ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি। ৩৭ বছরের অভিনেত্রীর এটাই প্রথম বিয়ে। তবে, ৩৪ বছর বয়সী করণ এর আগেও দু’বার ‘দিল্লি কা লাড্ডু’ খেয়েছিলেন।
গতকাল সনাতন বাঙালি ঐতিহ্য ও রীতি মেনে বিয়ে হয় বিপাশা-করণের। একান্ত পারিবারিক সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। তবে, দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত বউভাতে দেখা গেল চাঁদের হাট। কে নেই সেখানে?
ছেলে অভিষেক ও বউমা ঐশ্বর্যাকে নিয়ে এসেছিলেন অমিতাভ বচ্চন। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন শাহরুখ খান ও সলমন খান। এসেছিলেন রণবীর কাপুর, সস্ত্রীক সঞ্জয় দত্ত, সোনাম কাপুর, সুস্মিতা সেন, টাবু, দিয়া মির্জা, জেনেলিয়া-রীতেশ, সস্ত্রীক মাধবন, মধুর ভান্ডারকার, নেহা ধুপিয়া, নীল নীতিন মুকেশ, কুণাল রায় কাপুর, সমিতা শেঠির সঙ্গে রাজ কুন্দ্রা। এমনকী, এসেছিলেন বিপসের এক্স-বয়ফ্রেন্ড, বর্তমানে খুব ভাল বন্ধু ডিনো মোরিয়াও।