রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন

বিডি মেট্রোনিউজ ডেস্ক রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

রোববার রাত ৭টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কারওয়ান বাজারের কাঁচাবাজারের পাশে হাসিনা মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টরা বলছেন, ওই মার্কেটে বিভিন্ন নিত্যপণ্যের দোকান, লেপ-তোষক ও খাবার হোটেলের দোকান ছিলো। আগুনে এসব দোকান পুড়ে গেছে।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts