বিডি মেট্রোনিউজ ॥ রাজধানীতে ট্রাকচাপায় দুই ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। যাত্রাবাড়ীতে নিহত ট্রাফিক পুলিশের নাম দেলোয়ার হোসেনের (৪০)। আর উত্তরায় নিহত ট্রাফিক পুলিশ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেলোয়ার হোসেন সোমবার ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনার শিকার হন। তবে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। নিহত দেলোয়ারের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, সোমবার ভোরে যাত্রাবাড়ী মোড়ে দেলোয়ারকে চাপা দেয় ট্রাকটি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ার ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ট্রাকটি ও এর চালককে আটকের চেষ্টা চলছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।