এপ্রিলে শিশু হত্যা ২২, ধর্ষণ ৩৪ ও খুন ৮০

দেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল-২০১৬

বিডি মেট্রোনিউজ ডেস্ক দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মনে করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এপ্রিল মাসে পারিবারিক কোন্দলে আহত ও নিহত, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, সামাজিক ও রাজনৈতিক সহিংসতা, শিশু হত্যার ঘটনা ছিল উল্লেখযোগ্য।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এপ্রিল মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়,

শিশু হত্যা ও নির্যাতন

এপ্রিল মাসে ২২ শিশুকে হত্যা করা হয় আর নির্যাতনের শিকার হয় ৭৮ জন শিশু। চট্টগ্রামের বোয়ালখালীতে শিশুকন্যাকে  শ্বাসরুদ্ধ কওে হত্যা করে মা। কুমিল্লায় হত্যার শিকার হয় এক শিশু । এ মাসে শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনা ঘটে। সোনারগাঁয়ের এক স্কুলের ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে শিক্ষক। ঝালকাঠিতে এক মাদ্রাসা শিক্ষক প্রায় ২০ ছাত্রের চুল কেটে দেয়। বরিশালে চুরির দায়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্নম নির্যাতন করা হয়।

যৌতুক

এ মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৩ জন নারীকে। যৌতুকের কারনে নির্যাতিত হয়ে আহত হয় ৩ জন নারী। সাতক্ষীরা জেলার দেবহাটায় উপজেলায় যৌতুকের কারনে আলেয়া নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর । বাকী দুটো হত্যাকান্ড ঘটে বরিশাল ও পিরোজপুরে। সিরাজগঞ্জে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে এক স্বামী পিটিয়ে রক্তাত্ব করে। নারায়ণগঞ্জেও দুই গৃহবধূ নির্যাতনের শিকার হয়।

পারিবারিক কলহ

পারিবারিক কলহে এপ্রিল মাসে নিহত হন ৯ জন, আহত হন ১১ জন। তাছাড়া এ মাসে বিভিন্ন কারনে স্বামীর হাতে নিহত হন ১৬ জন নারী। পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে।

ধর্ষণ 

এপ্রিল মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৩৪জন নারী ও শিশু । এদের মধ্যে ধর্ষণের শিকার হয় ১৪ জন নারী, ১১ জন শিশু ধর্ষণের শিকার হয় । ৬ জন নারী গণ ধর্ষণের শিকার হয় । ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। লক্ষীপুরে গণধর্ষণের শিকার হয় দুইবোন। সিরাজদীখান উপজেলার বারুচর ইউনিয়নে ধর্ষণের শিকার হয় এক গৃহবধূ।

এ মাসে ধর্ষণের ঘটনা বেশী ঘটে ঢাকা বিভাগে। গণ ধর্ষণের পর হত্যার ঘটনা দুটো ঘটে ময়মনসিংহ ও নারায়নগঞ্জে।

ক্রস ফায়ারে নিহত 

এপ্রিল মাসে ক্রস ফায়ারের নামে মৃত্যু হয় ৫ জনের, এর মধ্যে পুলিশের ক্রস ফায়ারে নিহত হয় ৩ জন , র‌্যাব কর্তৃক ২ জন । জেল হেফাজতে ৪ জনের মৃত্যু হয় বিভিন্ন কারনেণে। তাছাড়া ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক নিহত হয় ২ জন।

আত্মহত্যা 

এপ্রিল মাসে আত্মহত্যা করেছে ৩৪ জন । এদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২০ জন নারী। এর মধ্যে ঢাকাতেই আতœহত্যা করে ১১ জন নারী। বাকী ঘটনাগুলো ঘটে বারশাল, রাজশাহী, খুলনা ও সিলেটে । পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানীর কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

খুন 

এপ্রিলে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ৮০ জন ও আহত হয় ৫২ জন। এ মাসেই দুর্বৃৃত্তদের হাতে খুন হন রূপবান পত্রিকার সম্পাদক জুলহাস ও তার বন্ধু তনয়। ৬ এপ্রিল খুন হন জগন্নাথ হলের ছাত্র ব্লগার নাজিম উদ্দিন।

সামাজিক অসন্তোষ

প্রলম্বিত বিচার পদ্ধতি, সামাজিক নিরাপত্তার অভাব এই সবকিছু মিলেই দেশের আপামর জনসাধারনের মানসিক ও মানবিক চিন্তা চেতনার অবয়ের কারনে বেড়ে গেছে সামাজিক অসোন্তুষ আর এই সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন  ১৪ জন ,আহত হয়েছেন ১৮৫ জন। বেশীর ভাগ ঘটনাই ঘটেছে  জমি জমা , দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।

রাজনৈতিক সহিংসতা 

এপ্রিলে তৃতীয় দফা  পৌর নির্বাচনকে কেন্দ্র করে , আধিপত্য বিস্তার, টেন্ডার বানিজ্য, এলাকা দখল, চাঁদাবাজি নিয়ন্ত্রন ও ক্ষমতার দাপট প্রদর্শনের ইউপি নির্বাচন সংঘর্ষে আহত হয় ১১৮৭ জন ও নিহত হয় ৩০ জন। অন্যান্য রাজনৈতিক কারনে আহত হয় ১১৪ জন ও নিহত হন ৩ জন।

অন্যান্য সহিংসতা

অন্যান্য সহিংস ঘটনাগুলোর মধ্যে, মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৪ জন, আহত হয় ৪ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবসত, বিদ্যুৎপৃস্ট হয়ে  মৃত্যুবরন করেছে ৭৫ জন। গণপিটুনিতে নিহত হয় ৬ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৩ জনের। বিরোধী রাজনৈতিক দলকে নিয়ন্ত্রনের জন্য রাজনৈতিক অজুহাতে ৯৮ জন  গণগ্রেফতার হয়েছে ।

তথ্যসূত্র : ফাতেমা ইয়াসমিন, কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার                                       
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা  (বিএমবিএস)

Print Friendly, PDF & Email

Related Posts