বিডি মেট্রোনিউজ ॥ চলতি মাসে দেশের উত্তর-উত্তর পশ্চিমাঞ্চলে অন্ততঃ দুটি তাপপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের শঙ্কাও রয়েছে। সোমবার অধিদপ্তর মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পচিালক মাহনাজ খান জানান, এ মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে তিন-চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী ও বজ্রসহ ঝড় হতে পারে।
উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুয়েকটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াতের ওপরে) এবং অন্যত্র দুই-তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মে মাসে সাত বিভাগে গড়ে ১৩ দিন বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে প্রায় সব বিভাগে ৮-১৫ দিন বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।