বলিউড গায়ক বিশাল-শেখর ও শ্রুতি ঢাকা আসছেন

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কনসার্ট ৫ মে

বিডি মেট্রোনিউজ প্রথমবারের মতো ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল ও শেখর। এই দুজনের সম্মিলিত প্রয়াসে ইতোমধ্যে বলিউডে তৈরি হয়েছে জনপ্রিয় বহু গান। টাইম স্কয়ার চায়নিজ রেষ্টুরেন্টের উদ্যোগে আগামী ৫ মে সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি’ হলে গান গাইবেন তারা। একই মঞ্চে গাইবেন ভারতের এ প্রজন্মের সঙ্গীত শিল্পী ‘শ্রুতি পাঠক’। সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্ট।

শুরুতেই মঞ্চে আসবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী হাসান মাহমুদ ও চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পী লুইপা। তাদের পরিবেশনার পর পরই শুরু হবে মূল কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করেছে  টাইম স্কয়ার রেস্টুরেন্ট পার্টি সেন্টার ও ইভেন্টস-৩৬০ ডিগ্রি ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে  বিস্তারিত তথ্য তুলে ধরেন টাইম স্কয়ার রেস্টুরেন্ট পার্টি সেন্টার  সিইও কবি হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন টাইম স্কয়ার লিমিটেডের চেয়ারম্যান জোনায়েত আহমেদ, পরিচালক গোলাম সারোয়ার কবীর,  মিডিয়া পার্টনার আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব, কনসার্টের অন্যতম পৃষ্ঠপোষক ডেকোর ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপম চন্দ্র দাশ, মোজাম্মেল হোসেন, আমান হোসেন তালুকদার, ওয়াহিদুজ্জামান পলকসহ আরও অনেকে।

ঢাকায় আসা উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন বিশাল ও শেখর। সংবাদ সম্মেলনে সেই ভিডিও বার্তাটিও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে জোনায়েত আহমেদ বলেন ‘ঢাকার মানুষের বিনোদন ব্যবস্থা অপ্রতুল। আমরা এখন থেকে চেষ্টা করবো ঢাকাবাসীর বিনোদনের জন্য নিয়মিত এ ধরনের আয়োজন করতে। প্রথম প্রয়াস হিসেবে ‘বিশাল অ্যান্ড শেখর লাইভ ইন ঢাকা ফিচারিং শ্রুতি পাঠক’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করি, শিল্পীত্রয় তাদের সব জনপ্রিয় গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মধ্যে বলিউডি উত্তাপ ছড়াতে পারবেন’।

কনসার্ট উপভোগ করতে তিন ধরনের টিকেটের ব্যবস্থা রয়েছে। প্লাটিনাম টিকেটের মূল্য ৮০০০ টাকা, গোল্ড-৫০০০ টাকা ও সিলভার- ৩ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার—দৈনিক ইত্তেফাক, আরটিভি, ডেইলি সান, নতুনবার্তা ও এবিসি রেডিও।

রাজধানীর সাতটি স্থানে অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে— এগুলো হলো ধানমন্ডির সানরাইজ প্লাজার ‘টাইম স্কয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’, ঢাকার জেন্টল পার্ক’র সবগুলো শো-রুমে, বনানীর ফাহিম মিউজিক, বনানী-১১ এর হামার জিম, গুলশান-১ এর বাইসাইকেল শপ, মোহাম্মদপুরের টোকিও স্কয়ার’র স্বপন শাড়ি’স, বসুন্ধরা শপিং সেন্টারের তাসেলস শাড়ি’স দোকান নং-(৫২-৫৩)। এছাড়া অনলাইনে ‘সহজ ডট কম, টিকেট চাই ডট কম এবং অথবা ডট কম এ টিকেট পাওয়া যাবে।

 

তখ্যসূত্র : হাসান মাহমুদ

Print Friendly, PDF & Email

Related Posts