ও দিগন্ত তুমি বিস্তৃত হও আরো যতটা পারো
আমি তোমার সুনীলে রেখে চোখ
বুক ভরে নেবো শ্রান্তির সুবাতাস।
জীবনের কাঠিন্যে আমি এখন ক্লান্ত ভীষণ
সময় আমার বাধা শৃঙ্খলে
অদৃশ্য শেকলে বন্দী আমার প্রতিদিনের পথচলা
নিষ্ঠুর নিগ্রহের প্রান্তরে অমানবিকতার নিগঢ়ে
হাঁপিয়ে উঠেছি আমি…………..
ও দিগন্ত তুমি বিস্তৃত হও আরো যতটা পারো
কোথায় রাখবো পা
পিচ্ছিল এখানের সকল আঙিনা
বামে ডানে সবখানেই পদস্খলনের ঝুঁকি শতভাগ
বিশ্বাস-ভালবাসা তাতেও ফরমালিন
হার্টগুলো সব খুবই কাটা-ছেঁড়া..
ছুটেছি এক প্রতিকুল পরিবেশে একালের রানার
উদ্ভট উৎকট প্রাচীর পেরিয়ে দাঁড়িয়েছি আমি।
ও দিগন্ত তুমি বিস্তৃত হও আরো যতটা পারো
সুবাতাস নেবো আজ বুকখানি ভরে ।