বিডি মেট্রোনিউজ॥পাল্টে গেছে দোয়েল চত্বরের চেহারা। নবরূপে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ‘দোয়েল চত্বর’। একসময় দোয়েল চত্বরের জোড়া দোয়েল পাখি পথচারীর দৃষ্টি কাড়লেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে গত কয়েক বছরে তা শ্রী হারিয়ে ফেলে। এ ছাড়া সীমানা চত্বরের প্রাচীর ভেঙে যাওয়ায় ভবঘুরে ও মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল দৃষ্টিনন্দন স্থাপনাটি।
শনিবার নতুন সাজে সজ্জিত দোয়েল চত্বর উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, নগর পরিকল্পনাবিদদের পরিকল্পনামতো গত ৩০ বছরে রাজধানীর উন্নয়ন করা হয়েছে। তাই অপরিকল্পিত নগরায়নের দায় তারা এড়াতে পারেন না। এ শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আগামী দুই-তিন বছরের মধ্যে শহরকে বাসযোগ্য করে গড়ে তোলা হবে।
সাঈদ খোকন আরও বলেন, যখন মেয়রের দায়িত্ব নিই, তখন বিদ্যুৎ বিলের জন্য সিটি করপোরেশনের বিদ্যুৎ সংযোগ কাটতে লোক এসেছিল। অথচ এখন এক হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আমরা গত আট মাসে যে কাজ করেছি, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, দোয়েল চত্বরের চৌহদ্দির ভেতরে সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে। বাগানের বাইরের জায়গায় টাইলস বসানো হয়েছে। এ ছাড়া নানা রঙের বাতিসহ ফোয়ারা তৈরি করা হয়েছে। বাইরের প্রাচীরে প্রতি দুই ফুট অন্তর এসএস পাইপ ও গ্লাস দিয়ে ঘেরাও করা আছে। সাদা-কালো রঙের দোয়েল পাখি দুটিকে রঙ করে চকচকে করা হয়েছে।