সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া পাঁচ আসামি হলেন- বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামের আলী হায়দার (৫০), একই গ্রামের নূর মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৬), আগুয়া গ্রামের খুরশেদ আলীর ছেলে রেনু মিয়া (৪৫), আগুয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে হাবিব মিয়া (৫২) ও আগুয়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে রঞ্জু মিয়া (৪৫)।
আসামিদের মধ্যে রঞ্জু মিয়া পলাতক। বাকি চারজনের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করে।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৪ সালের ১৩ মে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সিরাজুল ইসলাম ছেলে জিয়াউল হককে (১৩) হত্যা করা হয়। পরদিন পঁচাসিংদা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় জিয়ার মা রূপচান বিবি মামলা করলে পুলিশ তদন্ত শেষে ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তাদের মধ্যে এক আসামি বিচার চলার মধ্যেই মার যান।