সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন এ উপজেলার অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়েছে। দেশের ৪৯০তম এই উপজেলার জনসংখ্যা এক লাখ ৬২ হাজার ১৪০ জন।