বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ হায়দ্রাবাদ থেকে সৌদি আরবে গৃহ পরিচারিকার কাজ করতে যাওয়া এক তরুণী গৃহস্বামীর প্রবল অত্যাচারের জেরে প্রাণ হারিয়েছেন।পঁচিশ-বছর বয়সী আসিমা খাতুন গত বছরেই সৌদিতে কাজ নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার পরিবার জানাচ্ছে মালিকের অত্যাচার সইতে না-পেরে তিনি গত বেশ কিছুদিন ধরেই তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছিলেন।
ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন, এ দেশ থেকে যে লক্ষ লক্ষ ভারতীয় মধ্যপ্রাচ্যের নানা দেশে কাজ নিয়ে যান, তাদের অধিকার রক্ষার ব্যাপারে ভারত সরকার আদৌ সচেষ্ট নয়। আর তাই এই নির্যাতনের পরম্পরাও কিছুতেই বন্ধ হচ্ছে না।
হায়দ্রাবাদের দবিরপুরা এলাকার একটি গরিব পরিবারের মেয়ে আসিমা খাতুন গৃহপরিচারিকার চাকরি নিয়ে সৌদি আরবের রিয়াদে পাড়ি দিয়েছিলেন গত বছরের শেষ দিকে।
কয়েক মাসের চাকরিতে বাড়িতে তিনি একটি পয়সাও পাঠাতে পারেননি, তবে যখনই সুযোগ পেয়েছেন মাকে ফোন করে জানিয়েছেন তার ওপর রাতদিন অকথ্য অত্যাচার চলছে।
মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর আসিমার মা গৌসিয়া খাতুন বিবরণ দিচ্ছিলেন সেই চরম নির্যাতনের। তিনি বলেন, ‘‘আমার মেয়ে যখন থেকে ওখানে গেছে তখন থেকেই একটা বন্ধ কামরায় ওকে আটকা রাখা হত। কিছু খেতে দিত না, জল দিত না – সকালে তালাবন্ধ করে রেখে যেত, আর সন্ধেবেলা তালা খুলে ঘরে ঢুকে অত্যাচার করত।’’
‘‘আমার মেয়ে খালি আমায় কাঁদতে কাঁদতে ফোন করত আর বলত, আম্মি আমি আর পারছি না। আমাকে এখান থেকে নিয়ে যাও। খালি বলত, আমায় কিছু খেতে পর্যন্ত দেয় না, জল দেয় না।’’
-বিবিসি