মধুচন্দ্রিমায় কোথায় তারা!

বিডি মেট্রোনিউজ ডেস্ক অবশেষে বিয়েটা সেরেছেন বিপাশা-করণ। ৩০ এপ্রিল এক হয়েছে চার হাত। পুরোদস্তুর বাঙালিয়ানাতেই বিয়ে হল বিপাশা-করণের। ধুতি-টোপর পরে করণ সিং গ্রোভারও সেদিন হয়ে উঠেছিলেন বাঙালি।

এক সপ্তাহ ধরে চলেছিল এই বহুপ্রতিক্ষিত বিয়ের অনুষ্ঠান। বিয়ে তো মিটল। এবার হানিমুনের পালা। কিন্তু কোথায় ‘অ্যালোন’ হয়ে সারছেন মধুচন্দ্রিমা?

দু’জনেরই পছন্দের টুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ। বিয়ের আগেও অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এই দ্বীপপুঞ্জের দেশে। সেই সব স্মৃতিকেই আরও তাজা করতে হানিমুনে মালদ্বীপেই পাড়ি দিয়েছেন বিপস-করণ। এমনটাই জানিয়েছেন তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু।

Print Friendly, PDF & Email

Related Posts