ক্যাটরিনা ‍এখন অন্য ফ্ল্যাটে

বিডি মেট্রোনিউজ ডেস্ক ক্যাটরিনা ‍এখন অন্য ফ্ল্যাটে। কিছুদিন আগে ছবির শুটিংয়ে যখন রণবীর কাপুরের মুখোমুখি হয়েছিলেন, তখনই বুঝে গিয়েছিলেন তাদের বানানো সংসার ভেঙে গিয়েছে। কারণ, ব্যক্তিগত জীবনের দূরত্ব যখন রণবীর পেশাগত জীবনে টেনে আনলেন, চিত্রনাট্যের প্রয়োজনে শুটিংয়ে ক্যাটরিনাকে চুমু খেতেও অস্বীকার করলেন, তখনই বুঝে গিয়েছিলেন আর কিছু অবশিষ্ট নেই।
এমনকী, চুমু যাতে খেতে না হয় তার জন্য পরিচালক অনুরাগ বসুর সামনেই চিত্রনাট্যে সিন রদবদল করে দেন রণবীর।  এই আচরণ আর নিতে পারলেন না ক্যাটরিনা। সেদিন থেকেই মনটা আরও একবার ভাঙতে শুরু করেছিল।

রণবীর বাড়ি ছাড়ার পর ক্যাটরিনা অন্যত্র চলে যাওয়ার উদ্যোগটা নিলেও, তিনি বাস্তবে বাড়ি ছাড়ছিলেন না। তার আশা ছিল ভুল বোঝাবুঝি সেরে রণবীর হয়তো ফেরত আসবেন। তা হওয়ার নয় বুঝতে পেরেই এবার বাড়ি ছাড়লেন ক্যাটরিনা। বান্দ্রায় অন্য একটি ফ্ল্যাটে চলে গেছেন তিনি, বলে জানা গিয়েছে। সুত্র: এবেলা
Print Friendly, PDF & Email

Related Posts