ভোরে টেকনাফে আনসার ব্যারাকে হামলা, অস্ত্র লুট. নিহত ১

বিডি মেট্রোনিউজ, কক্সবাজার   ভোরে কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে ডাকাতরা হামলা চালিয়েছে। এতে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। লুট হয়েছে আনসারদের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি।

আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মোহাম্মদ আলমগীর জানান, শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাকের সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় এতে ডাকাতদের গুলিতে আনসার কমান্ডার আলী হোসেন আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাত দল হামলার সময় আনসার সদস্যদের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে গেছে।

নিহত আনসার কমান্ডার আলী হোসেন টাঙ্গাইল জেলার সফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে। আনসার সদস্যের লাশ ক্যাম্পের হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

শরণার্থী ক্যাম্প পুলিশের ওসি মোহাম্মদ কাসেম বলেন, “ভোর ৩টার দিকে একদল ডাকাত শরণার্থী ক্যাম্পে হামলা করে। তাদের গুলিতে আলী হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, হামলাকারীরা ক্যাম্প থেকে আনসার সদস্যদের ১১টি বন্দুক লুটে নিয়ে গেছে। তাদের হামলায় আরও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। হামলাকারীদের ডাকাত বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি ওসি।

 

Print Friendly, PDF & Email

Related Posts