ফাতিমা ইয়াসমিন নতুন অর্থ সচিব

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের নতুন সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।

বিসিএস প্রশাসনের নবম ব্যাচের কর্মকর্তা ফাতিমা ইয়াসমিন এর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এবং ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের (আইপিএফ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অর্থ বিভাগের বর্তমান সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী ৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান সাপেক্ষে রউফ তালুকদারকে আগেই ছাড়তে হবে সিনিয়র অর্থ সচিবের পদ।

Print Friendly

Related Posts