রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তিনি এই দুর্ঘটনায় পড়েন বলে জানান রাহুলের বন্ধু জলের গানের পারকাশনিস্ট সাইফুল ইসলাম জার্নাল। তিনি বলেন, “রাহুল ও তার এক বন্ধু মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার বন্ধু। রাহুল পেছনে ছিলেন।
“প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পেছনে থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দিলে দুজনই পড়ে যান। মোটরসাইকেলটিতে রাহুলের ডান পা থেতলে গেছে। তবে তার বন্ধু ফারুকের তেমন কিছু হয়নি।”
সাইফুল ইসলাম জার্নাল বলেন, দুর্ঘটনার পরপরই রাহুলকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রাহুলের পায়ে অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।
রাহুল আনন্দ মঞ্চ নাটকের সঙ্গেও যুক্ত। তিনি প্রাচ্যনাট্যে দলের শিল্পী। টিভি নাটকেও তিনি অভিনয় করেন। তবে এখন গায়ক হিসেবেই বেশি পরিচিত তিনি।