সারাদেশ থেকে বিশ্বমানের মোবাইল অ্যাপ্লিকেশন এবং তরুণ অ্যাপস ডেভেলপারদের খুঁজে বের করতে ন্যাশনাল হ্যাকাথন ২০২২- এর উদ্বোধন করল বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর বিডিঅ্যাপস। রবি‘র সহযোগিতায় ন্যাশনাল হ্যাকাথনের মূল লক্ষ্য তরুণ ও উদ্যমী অ্যাপস ডেভেলপারদের একটি কমিউনিটি তৈরি করা যারা স্মার্ট বাংলাদেশ তৈরির পথে আগামী দিনগুলোতে নেতৃত্বের ভুমিকা পালন করবেন।
যেকোনো অ্যাপস ডেভেলপার তার ডেভেলপার দলকে নিয়ে ন্যাশনাল হ্যাকাথনে জন্য নিবন্ধন করতে পারেন http://nh22.bdapps.com/ সাইট ভিজিট করে। সম্প্রতি রাজধানীর গুলশানে সিক্স সিজন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি‘র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ডিরেক্টর, তানভীর হোসেন খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যুগ্ম সচিব, কাজী হাসান রবিন, প্রিনিউরল্যাবের প্রতিষ্ঠাতা, আরিফ নিজামী এবং আইসিটি ডিভিশনের কনসালটেন্ট ইমতিয়াজ হানিফ।
ন্যাশনাল হ্যাকাথনে সহযোগী সংস্থা হিসেবে থাকছে আইসিটি ডিভিশন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বেসিস, বিডিওএসএন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রিনিউর ল্যাব, জেসিআই ঢাকা ওয়েস্ট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং শিখবে সবাই।
২২ জুন থেকে চালু হওয়া ন্যাশনাল হ্যাকাথনের নিবন্ধন চলবে ১৪ জুলাই পর্যন্ত। অংশগ্রহণকারীরা প্রথমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথন বিজয়ীদের জন্য বিশেষ পরামর্শমূলক সেশন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল গালা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ন্যাশনাল হ্যাকাথনের সেরা দশ দল পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ টাকা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে দুই লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১ দশমিক ২৫ লাখ ও ৭৫ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা।
অনুষ্ঠানে রবি‘র সিসিও শিহাব আহমেদ বলেন, “দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল উদ্ভাবনকে তরান্বিত করতে দেশব্যাপী হ্যাকাথন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের তরুণ সমাজ তাদের সময়োপযোগী স্বপ্নগুলো বাস্তবে রূপ দিয়ে এক্ষেত্রে নেতৃত্ব দেবেন।”