সড়কে রাতের ঢাকায় এস আই ও মা-মেয়ে নিহত

বিডি মেট্রোনিউজ সায়েদাবাদে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১২টার দিকে মা-মেয়ে জনপদ মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাদের দুজনকে ধাক্কা দেয়। 

মাহিনুর বেগম (২৮) ও তার মেয়ে শাহনাজকে (৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত মাহিনুর বেগমের স্বামীর নাম লাভলু মিয়া। তিনি পেশায় রিকশাচালক। হাসপাতালে তিনি শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন।

রোববার রাতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। থানায় অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে  বাসের ধাক্কায় পুলিশের এসআই সাইফুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে খিলক্ষেত থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল গুলশান পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম  বলেন, ডিউটি শেষে সাইফুল বাসায় ফিরছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলে করে সাইফুল লা মেরিডিয়ান হোটেলের সামনে এলে একটি দ্রুতগতির বাস সেটিকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। বেশ কিছুদিন ধরেই সাইফুল গুলশান ফাঁড়ির দায়িত্বে ছিলেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts