রবি’র কোলোকেশন ডাটা সেন্টার সেবা গ্রহন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ঢাকা১৪ জুলাই: শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবির অত্যাধুনিক কোলোকেশন ডাটা সেন্টার সেবা গ্রহণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। এই উপলক্ষে রবির মালিকানাধীন আইসিটি কোম্পানি রেডডট ডিজিটাল লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। কোলোকেশন ডাটা সেন্টার সেবা রবির ক্রমবর্ধমান ক্লাউড সেবার অন্তর্ভুক্ত

এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকটির কর্পোরেট হেড অফিসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক র সিইও নাসের এজাজ এবং রেডডটর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসিব মুস্তাবসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেন। এসময় আজিয়াটা এন্টারপ্রাইজর চিফ এক্সিকিউটিভ অফিসার ডগোপী কুরুপ উপস্থিত ছিলেন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকর পক্ষ থেকে ব্যাংকটির চিফ অপারেটিং অফিসারখালেদ আজিজচিফ ইনফরমেশন অফিসার সৈয়দ পিয়ার মাহমুদচিফ ফিনান্সিয়াল অফিসারমোঃ আব্দুল কাদের জোয়াদ্দারএবং হেড অফ প্রপার্টিমেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অপারেটরটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসারমোঃ আদিল হোসেন নোবেলএবং কর্পোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্টফাহমিদুল হাসান

চুক্তির আওতায় রেডডট ডিজিটাল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকর ডিজাস্টার রিকভারি সাইটের জন্য ডাটা সেন্টার কোলোকেশন  সুবিধা প্রদান করবে। রেডডট দ্বারা পরিচালিত রবির কোলোকেশন সেবা তিনস্তর বিশিষ্ট ডাটা সেন্টারের মাধ্যমে গুরুত্বপূর্ণ আইটি অবকাঠামোগুলোতে দেয়া হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক র গ্লোবাল আইটি নীতিমালা এবং নির্দেশিকা অনুসারে রবির ডাটা সেন্টার কোলোকেশন সুবিধাটি পরিপূর্নভাবে মূল্যায়ন করা হয়েছে। সকল প্রযোজ্য মানদণ্ড পুরণের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে সেবা দিতে নির্বাচিত হয়েছে রবির ডাটা সেন্টার। এছাড়া বাংলাদেশ ব্যাংক এই ডিজাস্টার রিকভারি সাইট স্থাপনে চূড়ান্ত অনুমোদন দেয়

ডাটা সেন্টারটিতে রয়েছে সুরক্ষিত ফ্লোর স্পেসপাওয়ার ব্যাকআপকুলিংঅ্যাম্বিয়েন্স কন্ট্রোলফিজিক্যাল ও লজিক্যাল নিরাপত্তাফায়ার প্রোটেকশনসার্বক্ষণিক মনিটরিং– এর পাশাপাশি সর্বোচ্চ স্তরের নিরাপত্তা যা একটি স্থিতিশীল আইটি পরিবেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সংকটময় পরিস্থিতিতে তাদের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে

ক্লাউড সেবা প্রদানকারী একমাত্র টেলিকম অপারেটর হিসেবে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চারস্তর বিশিষ্ট একটি অত্যাধুনিক ডাটা সেন্টার তৈরি করছে রবি। রবির তিনস্তর বিশিষ্ট ডাটা সেন্টারটি নারায়ণগঞ্জে অবস্থিত। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রবির কোলোকেশন ভিত্তিক ডাটা সেন্টার সেবা গ্রহণ করায় অপারেটরটির ডিজিটাল ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পাবে

Print Friendly

Related Posts