বিডি মেট্রোনিউজ ॥ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও তার দুই সহযোগীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে মহানগর ডিবি কার্যালয় থেকে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পরে ১০দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ কর্মকর্তারা।
রবিবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল থেকে আসলাম চৌধুরীকে গাড়িচালক ও এক ব্যক্তিগত সহযোগীকে আটকের পর রাতে তাদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছিলো।
সম্প্রতি, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ’র এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতের আগ্রায় অন্তত তিনদিন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বৈঠক করেছেন এমন তথ্য-প্রমাণাদি সংগ্রহের পরই আটক করা হলো বিএনপির এই নেতাকে