নাতনি কোলে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

বিডি মেট্রোনিউজ রোববার বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছেই সর্বকনিষ্ঠ নাতনি আজেলিয়া জয় পার্সিকে কোলে নিয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

স্থানীয় সময় বিকাল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী মটর শোভাযাত্রা সহযোগে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান।

ইহসানুল করিম বলেন, সেখানে শিশু কন্যাকে নিয়ে টিউলিপ ও তার স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি ছাড়াও তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক গত মাসে লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন।

নতুন নাতনি পেয়ে আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন গেন্ডারিয়ার আঞ্জুমানে মফিদুল ইসলাম ছাত্রী নিবাস এবং আজিমপুরের ছাত্রনিবাসে দরিদ্র, দুঃস্থ এতিমদের মধ্যে নতুন কাপড়, কেক ও মিষ্টি বিতরণ করেন।

তিন দিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ যোগ দেওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতিতে রয়েছেন প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

Related Posts