অবশেষে ধরা দিলেন সেই মনোরমা দেবী

বিডি মেট্রোনিউজ ডেস্ক আত্মসমর্পণ করলেন বিহারের সাসপেন্ডেড জে ডি ইউ বিধায়ক মনোরমা দেবী। মঙ্গলবার সকালে গয়ার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সোমবার আদালতে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই আত্মসমর্পণ করেন তিনি।

তবে আত্মসমর্পণ করলেও বেআইনিভাবে বাড়িতে মদ মজুতের কথা অস্বীকার করেন তিনি। বলেন, আমার বাড়িতে মদ পাওয়া যায়নি। সবটাই রাজনৈতিক চক্রান্ত। আপাতত ১৪ দিনের বিচারিক হেপাজতে রাখা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, গাড়ি ওভারটেক করা নিয়ে বিবাদের জেরে এক তরুণকে গুলি করে খুনের ঘটনায় মনোরমা দেবীর ছেলে রকি যাদব, স্বামী বিন্দি যাদব ও নিরাপত্তারক্ষীকে এর আগেই গ্রেফতার করে পুলিশ। ছেলের খোঁজে মনোরমা দেবীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ১৮ বোতল মদ উদ্ধার হয়। বিহারে মদ নিষিদ্ধ। ওই বিধি ভেঙে বাড়িতে মদ মজুত রাখায় মনোরমা দেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

রকি যাদব ধরা পড়ার পরেই তার মা জনতা দল ইউনাইটেড (জেডিইউ) বিধায়ক মনোরমা দেবীকে সাসপেন্ড করে দল। গুলিকাণ্ডে ছেলেকে আড়াল করার অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts