মোকাম্মেল হক মিলন, ভোলা: ভোলায় বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম বুধবার (৩ আগষ্ট) বিকেল তিনটা দশ মিনিটের সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে সময় গত ৩১জুলাই ২০২২তারিখে গুলি খেয়ে আহত হলে তাকে বরিশালে নেয়ার পর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ (বুধবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়। আগামীকাল তার কফিন ভোলা এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তারা জানান। ভোলার ঘটনায় এ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর সহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ নির্বিচারে শান্তি পূর্ণ মিছিলে অতর্কিত হামলা ও গুলি করে অর্ধ শতাধিক নেতা কর্মীদেরকে আহত করায় দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান। এদিকে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি আহত নূর আলম মারা যাওয়ায় জেলা সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান আগামীকাল ভোলায় হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।আজ (বুধবার) বিকেলে বরিশাল দালানের সামনে এক সমাবেশে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এরপর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।