বিডি মেট্রোনিউজ ॥ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রোয়ানু’র কারণে সাগরে ৪ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। মাছধরা নৌকাসহ সকল নৌযানকে বন্দর এবং তীরের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, ঝড়টি কক্সবাজার থেকে ১৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ রাতে ঝড়টি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য সাগরে তৈরি হওয়া ঝড়টি ধীরগতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে এখন একই এলাকায় অবস্থান করছে। তবে আজ রাতে এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়াবিদরা আশংকা করছেন।
চার নম্বর সতর্ক সংকেত অনুযায়ী সমুদ্র বন্দরে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। বাতাসের গতিবেগ হতে পারে ৫১ থেকে ৬২ কিলোমিটার।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়াবিদদের সমন্বয়ে গঠিত প্যানেলের তালিকা অনুযায়ী এই ঝড়ের নাম দেয়া হয়েছে ‘রোয়ানু”। নামটি মালদ্বীপ প্রস্তাব করেছিল।