আশাবাদী ফেরদৌসী কাকলী

বিডিমেট্রোনিউজ সম্প্রতি ছায়ানটে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সুরের মেলার ব্যানারে প্রকাশিত হলো রবীন্দ্র সঙ্গীত শিল্পী ফেরদৌসী কাকলী’র  রবে না গোপনে।

অ্যালবামটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সভাপতি রাহাত খান, রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক সহ আরও অনেকে।

অ্যালবামে রবীন্দ্র নাথ ঠাকুরের কালজয়ী ১০ টি গান স্থান পেয়েছে। গানগুলো হচ্ছে – গেপন কথাটি রবে না গোপনে, এবার সখী সোনার মৃগ, লুকালে বলেই খুজে বাহির করা, মেঘ বলেছে যাবো যাবো, এবার আমায় ডাকলে দূরে,পুরানো জানিয়া চেয়ো না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, আজি যত তারা তব আকাশে, সেই ভালো সেই ভালো এবং গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।

গান গুলোর সঙ্গীতায়জন করেছেন অজয় মিত্র।

অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী বলেন, সম্পূর্ণ ভালোবাসা আর ভালোলাগা  থেকেই কবি গুরুর জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের মাঝ হাজির হয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

Print Friendly, PDF & Email

Related Posts