ঢাকায় শেখ হাসিনার জন্মদিন পালন করলো লালমোহন ও তজুমদ্দিন এর জনগণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালন করেছে ঢাকায় বসবাসরত লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জনগণ।

শনিবার (১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কেটে এই জন্মবার্ষিকী পালন করা হয়। ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে

সভায় সভাপতিত্ব করেন বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি।

সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বিশেষ আলোচক ছিলেন রাজনীতি বিশ্লেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগ ঢাকা উত্তরের উপদেষ্টা এম এ কাশেম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মিথুন মুস্তাফিজ।

আলোচনা সভায় বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য লালমোহন ও তজুমদ্দিনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে লালমোহন ও তজুমদ্দিন এর পাঁচ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। বেলা ১০ টায় শুরু হয়ে বুফে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email

Related Posts