মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শ্রমিকলীগের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে খালপাড় পর্যন্ত আনন্দ র্যালী বের করা হয়। পরে বাস টার্মিনাল এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেড় হাজার দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
এ সময় জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার সরকার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো হানিফ আলীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাবার পেয়ে উচ্ছসিত কন্ঠে রুস্তম মিয়া বলেন, টার্মিনাল টুকটাক কাজ পেলে সংসার চালাই। যেদিন কাজ থাকেনা সেদিন অন্যের কাছে চেয়ে খেতে হয়। আজ দুপুর থেকেই বৃষ্টি থাকায় কোন কাজ নাই। খাবার পেয়ে উপকার হয়লো।
খাবার নিতে আসা রুবেল মিয়া বলেন, রোজ চুক্তিতে কামলা দিয়ে পেট চালাই। বিভিন্ন হোটেলে কাজ করি। শ্রমিকলীগের আহার পাওয়ায় অনেকদিন পর ভালো খাবার খেতে পারবো।
জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল বলেন, জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। এছাড়া আলোচনা সভা শেষে দেড় হাজার দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে। সন্ধ্যার দিকে জেলা শ্রমিকলীগের কার্যালয়ে কেকে কাটা হবে।
জেডএইচসি/মানিকগঞ্জ