জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে এশিয়ান টিভি ও বঙ্গবন্ধু সৈনিকলীগ এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় গুলশানস্থ নিকতনের টিভি ভবনে এক আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. হারুন উর রশীদ সি আইপি বলেন বঙ্গবন্ধুর বংশের সিলসিলা চিরতরে মুছে ফেলতেই ঘাতকরা শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। শেখ রাসেল আজ বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতই নিজেকে দেশ সেবায় আত্মনিয়োগ করতেন।
তিনি বলেন শেখ রাসেল ছিল শিশুদের দিক দিশারী, নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে নেপথ্য জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ শেখ রাসেলের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: মামুন সুবহানী, পি আর ও এশিয়ান টিভি