রাজধানীতে টানা বৃষ্টিতে চরম ভোগান্তি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে টানা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

এদিন ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এতে যানবাহন সংকটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ, পথচারী ও অফিসগামীরা। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

কারওয়ান বাজার মোড়ে এক রিকশাচালক জানান, পরিবারের খাবার কিনতে হবে, তাই বৃষ্টি মাথায় নিয়েই রিকশা চালাতে হচ্ছে। ঘূর্ণিঝড় আসলেও কিছু করার নেই। আমাদের তো রিকশা চালিয়ে ভাতের জোগাড় করতে হবে।

চাকরিজীবী আকরাম বলছেন, কাঠালবাগান থেকে নিউমার্কেট যেতে ৫০ থেকে ৬০ টাকা রিকশা ভাড়া লাগে। কিন্তু বৃষ্টির কারণে ভাড়া দ্বিগুণ চাচ্ছে। অফিস আছে, কিছুই করার নেই। বেশি ভাড়া দিয়েই যেতে হবে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর অথবা সকালে খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। উপকূলীয় জেলাসমূহে ৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

Print Friendly, PDF & Email

Related Posts