বরগুনায় মহিলাদলের মানববন্ধন

ইফতেখার শাহীন, বরগুনা: মিথ্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের নিঃশর্ত মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে জেলা মহিলাদল।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী রিমা জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক রূপা খান, বরগুনা সদর উপজেলা মহিলাদলের সহ-সভাপতি শাহনাজ মেরী, পৌর মহিলাদলের সভানেত্রী হালিমা আক্তার শিল্পী, বেতাগী উপজেলা মহিলাদলের সভানেত্রী পিয়ারা বেগম, সাধারণ সম্পাদক জোসনা আক্তার, পাথরঘাটা উপজেলা মহিলাদলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন, পাথরঘাটা পৌর মহিলাদলের সভানেত্রী রুমানা আক্তার, বামনা মহিলাদলের সভানেত্রী কাজল রেখা, সাধারণ সম্পাদক সোহেলা পারভীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন সরকার। এই সরকার শুধুমাত্র বিএনপির রাজনৈতিক কর্মকান্ড স্তব্ধ করে দেয়ার জন্য সার্বক্ষণিক বিভিন্ন অপকৌশল চালিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ দিশাহারা হয়ে পড়েছে। এই সরকার গণতন্ত্রকে চরমভাবে ভু-লুন্ঠিত করেছে।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Print Friendly

Related Posts