ভোট চুরি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে

বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের

ইফতেখার শাহীন, বরগুনা: বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তব্যের শুরুতে ‘তোমার রক্তে রঞ্জিত আজও শস্য, শ্যামল বাংলা, ভুলিতে পারিনি, ভুলিতে পারিবোনা আমরা। জীবনানন্দ দাশের লেখা কবিতার ভাঁজে ‘আবার আসিব ফিরে, দুঃখ ও সুখের বঙ্গোপসাগরের তীরে’ এমন পংক্তি দিয়ে বক্তব্য শেষ করেন ওবায়দুল কাদের।

দুই কবিতার পংক্তির মাঝে শেখ হাসিনার ম্যাজিক ডিজিটাল বাংলদেশ। পদ্মা সেতু, পায়রা সেতু, কুয়াকাটা সেতু, মেট্রো রেলসহ নানা ধরনের উন্নয়ন প্রকল্প আজ বাস্তবায়িত হয়েছে। যার সুফল আপনারা সকলেই ভোগ করছেন। বিএনপি বলেছে পদ্মা সেতু নাকি ভেঙ্গে পরবে। অথচ এর উপর দিয়ে তারা রীতিমতো চলাচল করছে। এখন সরম, লজ্জা লাগে না? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

বরগুনা জেলা আওয়ামী লীগ’র ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন দুপুর ১২ টার দিকে বরগুনা সার্কিট হাউজ ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৮ বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগ’র এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ সম্মেলনের উদ্বোধন করেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি, আলহাজ্ব জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গোলাম সরোয়ার টুকুর নাম লিখিতভাবে ঘোষণা করা হয়।

Print Friendly

Related Posts