স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনসংযোগ সভা অনুষ্ঠিত

একশনএইড বাংলাদেশের সহযোগীতায় ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে নন্দীপাড়া ৭৪নং ওয়ার্ডে সামাজিক নিরীক্ষার পরিপ্রেক্ষিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনসংযোগ সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভাটি সঞ্চালন করেন স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বপন দেবনাথ।

স্বাগত বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের ম্যানেজার তামাজের আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭৪নং ওয়ার্ডের কমিশনার মো. আজিজুল হক। অনুষ্ঠানে স্বপন দেবনাথ বলেন- নন্দিপাড়া এলাকার যে সমস্যার কথা বলে, সরকারি-বেসরকারি সেবা সর্ম্পকে জনগণ স্পষ্ট না, সেবা সমূহ জেন্ডার সংবেদনশীল না। তাই আজকের সভার মূল উদ্দেশ্য হলো- সামাজিক নিরীক্ষার মাধ্যমে যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে তা সমাধানের সুনিশ্চিত করা, সেবার মান উন্নয়ন করা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর সাথে সংযোগ স্থাপন করা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি একশনএইড বাংলাদেশ ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনকে এমন একটি নতুন কার্যকরী সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, আশা করি এই সভাটি কমিউনিটির জনগণের কল্যাণ বয়ে আনবে।

Print Friendly

Related Posts