নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, রিজভীসহ আটক অর্ধশতাধিক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আটক করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তিতে আটক করেছে পুলিশ। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টনে।

এর আগে, ১০ তারিখের সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যেই বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয় কয়েকশ নেতাকর্মী।দুপুরের পর জমায়েত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এ্যাকশানে যায় পুুলিশ। শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া।

মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান নেয় শতাধিক নেতাকর্মী। বাইরে বিভিন্ন অলি গলিতে চলে পুলিশের অভিযান। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ অনেককে আটক করে পুলিশ।

বিকাল চারটার দিকে কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশি বাধায় কার্যালয়ে ঢুকতে না পেরে সামনের ফুটপাতেই বসে পড়েন তিনি।

এক পর্যায়ে বিএনপির কার্যালয়ে ঢুকে অভিযান চালায় পুলিশ, দরজা ভেঙ্গে রুহুল কবির রিজভীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টন ও আশপাশের এলাকায়।

সূত্র: চ্যানেল আই

Print Friendly, PDF & Email

Related Posts