বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের এক জাতীয় মুখপাত্রকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রিয়ঙ্কা চতুর্বেদী নামে ওই কংগ্রেস নেত্রীকে টুইটারে এ হুমকি দেওয়া হয়।
নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার তুলে ধরে প্রিয়ঙ্কা বলেন, ‘আমাকে গত সন্ধ্যায় টুইটারে এক জন হুমকি দিয়েছেন যে নির্ভয়ার মতো করে ধর্ষণ ও খুন করা হবে আমাকে।’ কংগ্রেস নেত্রী বলেন, ‘টেলিভিশনে এক বিতর্কে বিজেপির একজন মুখপাত্র আমাকে থামানোর জন্য যে আপত্তিকর কটাক্ষ করছিলেন, সেই কথাগুলো তুলে ধরেছিলাম বলে আমাকে এই হুমকি দেওয়া হয়েছে।’
প্রিয়ঙ্কা চতুর্বেদীর এই অভিযোগে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর রাজনৈতিক শিবিরে। প্রিয়ঙ্কার অভিযোগ, এবারই প্রথম নয়, বারবার সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপমানজনক মন্তব্য সহ্য করতে হচ্ছে।
– আনন্দবাজার পত্রিকা