বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ ভুলে যাওয়ার কথা নয়, এত তাড়াতাড়ি ‘তেরে নাম’ সুন্দরীকে ভুলবেনই বা কিভাবে দর্শকরা। সালমান খানের বিপরীতে অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করা সেই ভূমিকা চাওলা আবার ফিরছেন বলিউডে।
দীর্ঘ ১৩ বছর পর দেখা মিলছে তার। সিলভার স্ক্রিনে তো বটেই, ফিল্মি পার্টিতেও এক রকম ভ্যানিশ হয়ে গিয়েছিলেন ভূমিকা। এবার তিনি ফিরছেন ‘লাভ ইউ আলিয়া’ সিনেমা দিয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০০৭ সালের পর আর বলিউড দেখেনি ভূমিকাকে। কিন্তু দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি।
আর এবার যে সিনেমায় তিনি অভিনয় করেছেন তাতে দেখা মিলবে বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী সানি লিওনেরও। মে মাসেই মুক্তির সম্ভাবনা রয়েছে সিনেমাটির। এটি পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ ল্যাঙ্কেশ।
আইএএনএসকে ভূমিকা বলেন, আমার চরিত্রটি যেভাবে লেখা হয়েছে, তা নিয়ে আমি খুব খুশি। আমার চরিত্রটি খুব পাওয়ারফুল।
তিনি বলেন, আমার ক্যারিয়ারে এর আগে এমন চরিত্রের অফার পাইনি। এতে সোশ্যাল মেসেজও রয়েছে। আমার মনে হয়, দর্শকরাও এই ছবি খুব পছন্দ করবেন।