অমিতাভের নিরাপত্তারক্ষী বাধ্যতামূলক অবসরে

অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পুলিশ সার্ভিস নিয়ম অমান্য করায় জিতেন্দ্র শিণ্ডের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে মুম্বাই পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সালে মুম্বাই পুলিশের কনস্টেবল জিতেন্দ্রকে অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবে নিযুক্ত করা হয়। ২০২১ সালে অভিযোগ ওঠে, পুলিশে কর্মরত থাকা অবস্থায় গোপনে একটি সিকিউরিটি এজেন্সি পরিচালনা করছিলেন জিতেন্দ্র। আর এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯১ লাখ ৬৯ হাজার টাকা) আয় করেছেন। এ খবর জানার পর ১০ মাস আগে তাকে সাসপেন্ড করা হয়। এজেন্সিটি নিজের স্ত্রীর নামে খুলেছিলেন জিতেন্দ্র। কিন্তু নিয়ম মেনে এ ব্যাপারে কোনো তথ্য দেননি পুলিশকে। বরং বিষয়টি গোপন রাখেন।

অমিতাভ বচ্চন জিতেন্দ্রকে বার্ষিক বেতন দিতেন দেড় কোটি রুপি। এ নিয়ে খবর প্রকাশ হলে পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে জিতেন্দ্র শিণ্ডের বদলির অর্ডার দেন। তাকে ডিবি মার্গ পুলিশ স্টেশনে বদলি করা হয়। এ ঘটনার পরও তদন্ত কমিটি গঠন করা হয়। শুধু দেশে নয়, বিদেশেও অমিতাভের নিরাপত্তার দায়িত্ব জিতেন্দ্রর কাছে ছিল।

 

 

Print Friendly

Related Posts