রাজধানীতে এবার বাড়তে পারে শীত

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা তেমন একটা মেলেনি। আবহাওয়া অফিস বলছে, এবার শীতের প্রকোপ বাড়তে পারে রাজধানীসহ সারাদেশে।

মঙ্গলবার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন পরিস্থিতি আরো একদিন অব্যাহত থাকবে। অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি।

এদিকে, লঘুচপের প্রভাবে বৃষ্টিপাতের ফলে ২৯ ডিসেম্বরের পর থেকেই রাজধানীসহ সারাদেশেই শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী শৈতপ্রবাহ না হলেও রাজধানীবাসীও তখন শীত অনুভব করবে।

তাছাড়া সারাদেশেই এবার দেখা মিলবে কুয়াশার। বিশেষ করে নদীপ্রবণ এলাকায় মাঝ রাতের পরে কুয়াশার পরিমাণ বাড়বে।

Print Friendly, PDF & Email

Related Posts