জুননু রাইন এর কবিতাগুচ্ছ

একটি অমর মৃত্যু

আমার জানালার পাশে
মৃত্যু হাসে
প্রলম্বিত রাতের অন্ধকারে হেলান দিয়ে
ঠোঁটে সিগারেট হাতে হুইস্কির পেয়ালা নিয়ে
মৃত্যুটি দাঁড়িয়ে
শত দু:খ-কষ্ট এড়িয়ে!

আমার জানালার পাশে
…একটি অমর মৃত্যু হাসে!

মানুষ

সইতে সইতে নিজেই পরিত্যক্ত হয়ে যাচ্ছে

দেখেও না দেখার ভান করতে করতে
সাদা অন্ধত্বে ডুবে যাচ্ছে
জীবন থেকে পালাতে পালাতে সে আতঙ্কিত দৌড়ে পরিণত হচ্ছে

…সইতে সইতে নিজেই পরিত্যক্ত হয়ে যাচ্ছে!

তোমাদের রাত আমাদের রাত্রি

তোমাদের রাত আমাদের রাত্রির দেখা না’ও পেতে পারে
তোমরা ঘুমালে সব ব্যথা ব্যর্থতা উড়ে যায়-
বনে
মনে
নির্জনে…।

আমরা ঘুমাই জাগ্রত রাত্রির পাহারায়
অন্ধকারের আলোয় ফিরে আসা
জীবন-মৃত্যুর
অলিগলিতে

অতএব…
তোমাদের রাত
আমাদের রাত্রির দেখা
না’ও পেতে পারে।

Print Friendly, PDF & Email

Related Posts