হিরো আলমের দুই আসনের মনোয়নপত্রই বাতিল

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া হিরো আলমের দুইটি মনোয়নপত্র বাতিল হয়েছে।

রোববার  (৮ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। এবার আমি ১০০ পারসেন্ট ভুল করিনি। এরপরেও আমার  দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো। আমি আজকে রাতে ঢাকায় যাবো। আগামীকাল রিট করবো।

Print Friendly, PDF & Email

Related Posts