মৃত্যুর কয়েক মিনিট আগেও ফেসবুক লাইভে ছিলেন তারা

কয়েক মিনিট পর মারা যাবেন, কিন্তু তা টের পাননি চার যুবক। ফেসবুক লাইভে বিমানে উঠার নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন তারা। ওই চার জন রোববার (১৬ জানুয়ারি) নেপালে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের যাত্রী ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই চার জনই ভারতের উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা।নেপালের পোখরায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগেও ফেসবুক লাইভে ছিলেন তারা।

এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে বিমান থেকে পোখরা শহর দেখান তারা। এ সময় একজন চিৎকার করে বলেন, এটা দারুণ মজা। মোবাইল ফোনের ক্যামেরা সনু জয়সওয়াল (২৯) নামে একজনের দিকে ঘোরানো হয়।

তবে ভিডিওর ৫৮ সেকেন্ডে দেখা যায়, হঠাৎ বাঁ দিকে বাঁক নিচ্ছে বিমানটি। এরপর বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। তখনও মোবাইল ফোনে ফেসবুক লাইভ হচ্ছিল। পরবর্তী ৩০ সেকেন্ডে বিমানকে জ্বলতে দেখা যায় সেই ভিডিওতে।

২ আরোহীর ওই বিমানটিতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন ভারতীয় ছিলেন। সনু জয়সওয়াল (২৯), অনীল রাজবার (২৮), বিশাল শর্মা (২৩), অভিষেক সিং কুশওয়াহা (২৩) গত ১৩ জানুয়ারি কাঠমান্ডু নামেন। তারা পোখরায় প্যারাগ্লাইডিংয়ের জন্য যাচ্ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts