অভিনেত্রী থেকে বিধায়ক, আসামের আঙ্গুরলতা ‘খুবই হট’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভারতের রাজনীতিতে একাধিকবার সুন্দরী রাজনীতিবিদ মহিলাকে দেখা গিয়েছে। একদা ইন্দিরা গান্ধী থেকে আপের নেত্রী তথা অভিনেত্রী গুলপনাক। কিন্তু আঙ্গুরলতা ডেকা সবাইকে ছাপিয়ে এখন শীর্ষে!

অসমিয়া সিনেমার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী আঙ্গুরলতা ডেকা। কিন্তু বর্তমানে বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অাসামের বাতাড্রোবা বিধানসভায়। কিন্তু রাজনীতিতে নয়, তাঁর সৌন্দর্যের ছটায় মুগ্ধ রাজ্যবাসী। শুধু আলোচনায় নয়, সোশ্যাল মিডিয়াতেও এখন তিনিই হট!

angur33

ক্রমশ হোয়াটস অ্যাপ-ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে তাঁর উত্তেজক সব ছবি। সঙ্গে কমেন্ট। ‘কমেন্ট’-এ ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে তাঁর কাছে পৌঁছেছে এই খবরটি।

যদিও আঙ্গুরলার দাবি, গোটা বিষয়টি তিনি নাকি ‘এনজয়’ করছেন। তার দাবি অসমিয়া চলচ্চিত্রে তিনি যথেষ্টই জনপ্রিয়। তাই রাজনীতির আঙিনায় তার ভক্তদের অভাব হবে না বলেই মনে করছেন আঙুরলতা। আপাতত অভিনয়ের থেকে, মানুষকে বেশি করে বুঝতে চাইছেন আঙুরলতা।

তাঁর মতে, তাঁর রূপের থেকেও বেশি কাজ করেছে এইসব মানুষের সমর্থন। তাই মাঠে নেমে সাধারণ মানুষের পাশে থাকতে চান। সন্দেহ নেই আঙ্গুরলতার, এই কাজে তাঁর সবচেয়ে প্লাস পয়েন্ট হতে চলেছে তাঁর সৌন্দর্য।

Print Friendly, PDF & Email

Related Posts